June 21, 2022
ঈদে ঘরমুখো যাত্রায় বছর খানেক ধরে বেড়েছে মোটরসাইকেলের ব্যবহার। ঈদের ছুটিতে অসংখ্য যাত্রী নিজস্ব বাহন মোটরসাইকেল নিয়ে যাত্রা করেন বাড়ির উদ্দেশ্যে।
মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে ঈদে মহাসড়কে দুর্ঘটনা ও চাপ কমাতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহন (বিআরটিএ)
গত রোববার বাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির সদর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। আরও অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও তাজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
নিউজ ডেস্ক