January 24, 2022
বরাবরের মত এবারেও লস এঞ্জেলে মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে দ্যা গেম এওয়ার্ড ২০২১ ।
একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্রাইটেরিয়াতে নমিনেশন পাওয়া গেমগুলার তালিকা দেওয়া হলোঃ
বেস্ট গেম ডিরেকশনঃ
এই ক্যাটাগরিতে জায়গা হয়েছিল ৫ টি গেম এর। সেখানে এওয়ার্ড অর্জন করেছেন Deathloop
বেস্ট ন্যারেটিভঃ
অসাধারণ স্টোরিলাইন, ন্যারেটিভ এর জন্য এই বছর Marvel's Guardians of the Galaxy জিতেছে বেস্ট ন্যারেটিভ এর খেতাব।
Best Indie Game
এই বছর এই খেতাবটি জিতেছে Kena: Bridge of Spirits
The Best Action Game:
কমব্যাট বেজড গেমগুলার মধ্যে এই বছর সেরা নির্বাচিত হয়েছে Returnal, অন্যান্য গেমগুলার মধ্যে ফার ক্রাই-৬ উল্লেখযোগ্য।
Best RPG
এই ক্যাটাগরিতে এবার সেরা খেতাব জিতেছেন Tales of Arise